Breaking News

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

  1. পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।

প্রশ্ন : কুরআন শব্দের অর্থ কি? উত্তর : পঠিত, জমা করা।

প্রশ্ন : আল কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি? উত্তর : আলোচ্য বিষয় সরল সঠিক পথ এবং উদ্দেশ্য হেদায়াত।

প্রশ্ন : আল কুরআন কোথায় সংরক্ষিত আছে? উত্তর : লৌহে মাহফুজে সংরক্ষিত আছে।

প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআন কোথায় কখন অবতীর্ণ হয়? উত্তর : হেরা গুহায় ৬ আগস্ট ৬১০ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন : জামিউল কুরআন কাকে বলা হয়? উত্তর : হযরত উসমান গনী রা.কে।

প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয়? উত্তর : সূরায়ে ফাতিহা।

প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম হাফিজ কে? উত্তর : মহানবী হযরত মুহাম্মদ সা:

প্রশ্ন : কুরআন নাযিল হতে কতটুকু সময় লেগেছে? উত্তর : ২২ বছর ৫ মাস ১৪ দিন।

প্রশ্ন : আল কুরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? উত্তর : ৬ হাজার ৬শত ৬৬ আয়াত।

প্রশ্ন : মক্কায় সর্ব প্রথম কোন সূরা নাযিল হয়? উত্তর : সূরায়ে আলাকের প্রথম পাঁচ আয়াত।

প্রশ্ন : মক্কায় সর্বশেষ কোন ছূরা নাযিল হয়? উত্তর : সূরায়ে আনকাবুত।

প্রশ্ন : মদিনায় সর্ব প্রথম ও সর্বশেষে কোন সূরা নাযিল হয়? উত্তর : সর্ব প্রথম সূরায়ে বাকারা, সর্বশেষ সূরায়ে মায়েদা।

প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম কোন ভাষায় কে অনুবাদ করেন? উত্তর : লেট্রিন ভাষায়, রর্বার্ট ক্যাটেনেনিছা।

প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম বাংলায় অনুবাদ করেন কে? উত্তর : মাওলানা আমীর উ্‌দদীন বশুনিয়া ১৮০৮ সালে।

প্রশ্ন : সর্ব প্রথম পুস্তুক আকারে বাংলায় কুরআনের অনুবাদ করেন কে? উত্তর : গ্রীস চন্দ্র সেন ১৮৮৬ সালে।

প্রশ্ন : সর্ব প্রথম কোন ভাষায়, কত সালে কুরআনের অনুবাদ করা হয়। উত্তর : ১১৪৬ সালে লেট্রিন ভাষায়।

প্রশ্ন : আল কুরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে? উত্তর : হযরত মুসা আ.।

প্রশ্ন : আল কুরআনে কত জন নবীর নাম উল্লেখ আছে? উত্তর : ২৮ জন নবীর নাম।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন ফিরিশতার নাম উল্লেখ আছে? উত্তর : (১) জিব্রাঈল (২) মিকাইল (৩) হারুত (৪) মারুত

প্রশ্ন : কুরআনে মুহাম্মাদ সা. নামটি কতবার এসেছে? উত্তর : ৪বার (এবং আহমাদ নামটি ১বার এসেছে)

প্রশ্ন : আল কুরআনে প্রকাশ্যে একমাত্র কোন রমনীর নাম এসেছে? উত্তর : ঈসা আ. এর মাতা হযরত মারয়াম আ.।

প্রশ্ন : আল কুরআনে একমাত্র কোন সাহাবীর নাম উল্লেখ আছে? উত্তর : রাসূল সা. এর পুষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারিছ রা. ।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন কাফিরের নাম উল্লেখ আছে? উত্তর : ফেরআউন, হামান, আবু লাহাব, কারুণ, ছারেমী, আজর এবং ইবলিস।

প্রশ্ন : আল কুরআন কোন কোন মুর্তির নাম আছে। উত্তর : লাত, উজ্জা, মানাত, ওয়াদ, ছয়া, ইয়াগুছ, ইয়াউক এবং নাছারা।

প্রশ্ন : আল কুরআনে কতটি সমপ্রদায়ের নাম আছে? উত্তর : ১৪টি সমপ্রদায়ের নাম।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন মসজিদের নাম উল্লেখ আছে? উত্তর মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কুবা, মসজিদে আকসা, মসজিদে জিরার।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন পাহাড়ের নাম আছে? উত্তর : তুর পাহাড়, সাফা, মারওয়া, আরাফাত, জুদি পাহাড়।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন কীট প্রতঙ্গের নাম আছে? উত্তর : মৌমাছি, পিপিলিকা, মাকড়শা।

প্রশ্ন : কোন সূরায় মীম এবং কোন সূরায় বা বর্ণ নেই? উত্তর : সূরায়ে কাওছারে �মীম� নেই। সূরায়ে এখলাছে বা নেই।

প্রশ্ন : একমাত্র কোন সূরা যার মধ্যে বিসমিল্লাহ দুবার এসেছে? উত্তর : সূরায়ে নামলে।

প্রশ্ন : কোন সূরাকে কুরআনের জননী বলা হয়? উত্তর : সূরায়ে ফাতেহাকে।

প্রশ্ন : আল কুরআনের হারকাত এবং নুকতার প্রচলন কে কখন করেন? উত্তর : হাজ্জাজ ইবনে ইউসুফ ৭৫ হিজরীতে।

প্রশ্ন : আল কুরআনকে ৩০ পারায় বিভক্ত করেন কে? উত্তর : হযরত উসমান রা.

প্রশ্ন : আল কুরআনের নাম কি কি? উত্তর : (১) আল কুরআন, (২) আল ফুরকান, (৪) আত তানযীল (৪) আজ যিফর।

প্রশ্ন : আল কুরআনের অবতরণ সমাপ্ত হয় কখন? উত্তর : ১০ হিজরীর সফর মাসে।

প্রশ্ন : আল কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি?

উত্তর : আলোচ্য বিষয় সরল সঠিক পথ এবং উদ্দেশ্য হেদায়াত।

প্রশ্ন : আল কুরআন কোথায় সংরক্ষিত আছে?

উত্তর : লৌহে মাহফুজে সংরক্ষিত আছে।

প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআন কোথায় কখন অবতীর্ণ হয়?

উত্তর : হেরা গুহায় ৬ আগস্ট ৬১০ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন : জামিউল কুরআন কাকে বলা হয়?

উত্তর : হযরত উসমান গনী রা.কে।

প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয়?

উত্তর : সূরায়ে ফাতিহা।

প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম হাফিজ কে?

উত্তর : মহানবী হযরত মুহাম্মদ সা:

প্রশ্ন : কুরআন নাযিল হতে কতটুকু সময় লেগেছে?

উত্তর : ২২ বছর ৫ মাস ১৪ দিন।

প্রশ্ন : আল কুরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত?

উত্তর : ৬ হাজার ৬শত ৬৬ আয়াত।

প্রশ্ন : মক্কায় সর্ব প্রথম কোন সূরা নাযিল হয়?

উত্তর : সূরায়ে আলাকের প্রথম পাঁচ আয়াত।

প্রশ্ন : মক্কায় সর্বশেষ কোন ছূরা নাযিল হয়?

উত্তর : সূরায়ে আনকাবুত।

প্রশ্ন : মদিনায় সর্ব প্রথম ও সর্বশেষে কোন সূরা নাযিল হয়?

উত্তর : সর্ব প্রথম সূরায়ে বাকারা, সর্বশেষ সূরায়ে মায়েদা।

প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম কোন ভাষায় কে অনুবাদ করেন?

উত্তর : লেট্রিন ভাষায়, রর্বার্ট ক্যাটেনেনিছা।

প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম বাংলায় অনুবাদ করেন কে?

উত্তর : মাওলানা আমীর উ্‌দদীন বশুনিয়া ১৮০৮ সালে।

প্রশ্ন : সর্ব প্রথম পুস্তুক আকারে বাংলায় কুরআনের অনুবাদ করেন কে?

উত্তর : গ্রীস চন্দ্র সেন ১৮৮৬ সালে।

প্রশ্ন : সর্ব প্রথম কোন ভাষায়, কত সালে কুরআনের অনুবাদ করা হয়।

উত্তর : ১১৪৬ সালে লেট্রিন ভাষায়।

প্রশ্ন : আল কুরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে?

উত্তর : হযরত মুসা আ.।

প্রশ্ন : আল কুরআনে কত জন নবীর নাম উল্লেখ আছে?

উত্তর : ২৮ জন নবীর নাম।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন ফিরিশতার নাম উল্লেখ আছে?

উত্তর : (১) জিব্রাঈল (২) মিকাইল (৩) হারুত (৪) মারুত

প্রশ্ন : কুরআনে মুহাম্মাদ সা. নামটি কতবার এসেছে?

উত্তর : ৪বার (এবং আহমাদ নামটি ১বার এসেছে)

প্রশ্ন : আল কুরআনে প্রকাশ্যে একমাত্র কোন রমনীর নাম এসেছে?

উত্তর : ঈসা আ. এর মাতা হযরত মারয়াম আ.।

প্রশ্ন : আল কুরআনে একমাত্র কোন সাহাবীর নাম উল্লেখ আছে?

উত্তর : রাসূল সা. এর পুষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারিছ রা. ।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন কাফিরের নাম উল্লেখ আছে?

উত্তর : ফেরআউন, হামান, আবু লাহাব, কারুণ, ছারেমী, আজর এবং ইবলিস।

প্রশ্ন : আল কুরআন কোন কোন মুর্তির নাম আছে।

উত্তর : লাত, উজ্জা, মানাত, ওয়াদ, ছয়া, ইয়াগুছ, ইয়াউক এবং নাছারা।

প্রশ্ন : আল কুরআনে কতটি সমপ্রদায়ের নাম আছে?

উত্তর : ১৪টি সমপ্রদায়ের নাম।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন মসজ

উত্তর মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কুবা, মসজিদে আকসা, মসজিদে জিরার।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন পাহাড়ের নাম আছে?

উত্তর : তুর পাহাড়, সাফা, মারওয়া, আরাফাত, জুদি পাহাড়।

প্রশ্ন : আল কুরআনে কোন কোন কীট প্রতঙ্গের নাম আছে?

উত্তর : মৌমাছি, পিপিলিকা, মাকড়শা।

প্রশ্ন : কোন সূরায় মীম এবং কোন সূরায় বা বর্ণ নেই?

উত্তর : সূরায়ে কাওছারে �মীম� নেই। সূরায়ে এখলাছে বা নেই।

প্রশ্ন : একমাত্র কোন সূরা যার মধ্যে বিসমিল্লাহ দুবার এসেছে?

উত্তর : সূরায়ে নামলে।

প্রশ্ন : কোন সূরাকে কুরআনের জননী বলা হয়?

উত্তর : সূরায়ে ফাতেহাকে।

প্রশ্ন : আল কুরআনের হারকাত এবং নুকতার প্রচলন কে কখন করেন?

উত্তর : হাজ্জাজ ইবনে ইউসুফ ৭৫ হিজরীতে।

প্রশ্ন : আল কুরআনকে ৩০ পারায় বিভক্ত করেন কে?

উত্তর : হযরত উসমান রা.

প্রশ্ন : আল কুরআনের নাম কি কি?

উত্তর : (১) আল কুরআন, (২) আল ফুরকান, (৪) আত তানযীল (৪) আজ যিফর।

প্রশ্ন : আল কুরআনের অবতরণ সমাপ্ত হয় কখন?

উত্তর : ১০ হিজরীর সফর মাসে।

About H.M.Abu Sufean

Check Also

আমার আরও একটি লেখা (৩য় বার) কবিতার পাতায় (দুঃখ বুঝার কেহ্ নেই)

ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষ কে আমার আরও একটি লেখা ৩য় বার প্রকাশিত করার জন্য। দুঃখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *