Breaking News

যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তাদের জন্য আমার সামান্য উপদেশ/নসীহত-

 

যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তাদের জন্য আমার সামান্য উপদেশ/নসীহত-

শিক্ষা জীবনের অবসর সময় গুলো অপচয় না করে ফ্রিল্যান্সিং শেখায় কিংবা একটা স্কীল গঠনের পেছনে ব্যয় করুন। কম্পিউটার শেখায় ব্যয় করুন। একটা ভালো মোবাইলের দামে ভালো একটা ইউজড ল্যাপটপ বা কম্পিউটার পেয়ে যাবেন।

আমি হলফ করে বলছি পরবর্তী পৃথিবী হবে আপনার।
খুব কম বয়সে সংসারের হাল ধরে বাবা মাকে সাহায্য করতে পারবেন সেই সাথে নিজের জীবনটাকে রঙিন করে তুলতে পারবেন। নিজের চাওয়া গুলো সব পুরন করতে পারবেন।

হয়তো আমার এই কথাটা শুনতে আপনার খারাপ লাগবে তবুও বলি- আমাদের দেশে আপনার হাজারও যোগ্যতা থাকলেও ভালো একটা চাকরী আপনি পাবেন না। কারনটা নিশ্চয় বলা লাগবেনা। আমি জানি আপনারা সবই বুঝেন। আর মাস্টার্স শেষ করে একটা কোম্পানিতে চাকরী করে নিজের সংসার চালানো বড়ই কষ্ট সাধ্য এখন।

নিজেকে এখন থেকেই প্রস্তুত করুন। কারো কথায় কান দিবেন না। কেউ আপনাকে খেতে দিবেনা। গায়ের পোশাক দিবেনা। সমাজ শুধু হিংসা করতে জানে, আপনার বিপদে কেউ এগিয়ে আসবেনা। যতটা সময় পান শেখার পেছনে ব্যয় করুন। প্র‍্যাকটিক্যাল নলেজ বাড়িয়ে তুলুন। ইউটিউবে সার্চ করুন- ফ্রিল্যান্সিং কি, কিভাবে শুরু করবো, কোনটা শিখবো। দেখবেন সবকিছু পেয়ে যাবেন।

যেকোন একটা বিষয়ে শুধু একবার দক্ষ হয়ে লেগে পড়ুন, কসম করে বলছি- আর পেছন ফিরে তাকাতে হবেনা। মাসে ৫০ হাজার থেকে শুরু করে ৩/৪/৫ লাখ টাকা পর্যন্ত আয় করে ফেলবেন অনায়াসে, কোনো কোন ক্ষেত্রে এর বেশি । আপনি সেদিন নিজেও অবাক হয়ে যাবেন আপনি কি পারেন। যেমন টা আমি হয়েছি ,

ভাই- দারিদ্রতা বড়ই কষ্টের, এটা আপনিও জানেন। বাবা মা কত কষ্ট করে লেখা পড়া করাচ্ছে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়।

বর্তমানে পরিস্থিতি আরো খারাপ। সংসার চালাতে আপনার বাবার কত কষ্ট হচ্ছে তিনি ছাড়া আর কেউ জানেনা। এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে দিন দিন।

তাই সময় থাকতে নিজেকে দক্ষ করে তুলুন। প্রফেশনাল ফ্রিল্যান্সিং শিখুন। হালাল উপার্জন করুন। যেকোনো একটা স্কীলে নিজেকে বস বানিয়ে ফেলুন। নেক্সট দুনিয়া হবে আপনার।।

সময় থাকতে ভাবুন প্লিজ । পোস্ট ভালো লাগলে শেয়ার প্লিজ। কপি পোস্ট।

My little advice/advice for those who are children of middle class family-

Don’t waste your free time in education teaching freelancing or building a skill. Spend on computer learning. You will get a good used laptop or computer for the price of a good mobile phone.

I swear the next world will be yours.
At a very young age, you can help your parents by taking care of the family and make your life colorful. You can fulfill all your wishes.

Maybe you will feel bad to hear this, but let me tell you – even if you have thousands of qualifications, you will not get a good job in our country. The reason does not need to be said. I know you all understand. And after completing Masters, it is very difficult to run your own family by working in a company.

Prepare yourself now. Don’t listen to anyone. No one will feed you. Do not wear clothes. Society knows only violence, no one will come forward in your danger. Spend as much time as you can on learning. Increase practical knowledge. Search YouTube – what is freelancing, how to start, what to learn. You will get everything.

Just master any one thing and stick to it, I swear – never look back. Starting from 50 thousand to 3/4/5 lakh taka per month, you will earn easily, in some cases more. You will surprise yourself that day what you can do. As I have become,

Brother – poverty is very painful, you know it too. You must not know how hard your parents are making you study.

The situation is worse now. No one but him knows how much trouble your father is having to run the family. This situation will get worse day by day.

So make yourself efficient in time. Learn Professional Freelancing. Earn Halal. Make yourself a boss in any skill. Next world will be yours.

Please think about the time. If you like the post please share. Copy post.

#abusufeanctg9 #qatar #SaudiArab #qatar #destination #tourist. #Qatarbanglanews

#abusufeanctg9 #qatar #SaudiArab #কাতারে #destination #tourist। #Qatarbanglanews

About H.M.Abu Sufean

Check Also

আমার আরও একটি লেখা (৩য় বার) কবিতার পাতায় (দুঃখ বুঝার কেহ্ নেই)

ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষ কে আমার আরও একটি লেখা ৩য় বার প্রকাশিত করার জন্য। দুঃখ …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *