ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষ কে আমার লেখাটা প্রকাশ করার জন্য।
বৃষ্টি বৃষ্টির কথা
হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান
বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি – বৃষ্টি সবার স্বাদ,
বৃষ্টি শুধু পড়ে রাত-দিন মানে না তো বাঁধ।
এমন কেন বৃষ্টির মাঝে শোন নবজাত,
বৃষ্টি সে-তো খোদার দেয়া রহমত।
সাত সকালে বৃষ্টি সে তো কত যে মধু,
বৃষ্টির মাঝে গরম হাওয়া লাগে সুস্বাদু।
সারাবেলা বৃষ্টি পড়ে লাগে আনন্দ,
কেউ বলে বৃষ্টি ভাল আর কেউ বলে মন্দ ।
ভাল মন্দ বৃষ্টির মাঝে তোমার দৃষ্টিতে,
বৃষ্টি হয় শুধু খোদারই ইশারাতে।
সৃষ্টিকূলের কেউ করে বৃষ্টির অপেক্ষা,
বৃষ্টির ছোঁয়া পেয়ে তাদের প্রাণ পায় রক্ষা।
প্রকাশিত হল দূতাবাস বুলেটিনের ৩য় সংখ্যা
বরাবরের মতো পিডিএফ ভার্শনে প্রকাশিত এ সংখ্যায় থাকছে জাতীয় পর্যায়ের ও দূতাবাসের খবর, প্রবাসীদের লেখা প্রবন্ধ, গল্প ও কবিতা।
সরাসরি ডাউনলোড করার লিংক নিম্নে যুক্ত করা হলো। আপনার মোবাইল সেটে এ লিংক সঠিকভাবে কাজ না করলে আপনারা দূতাবাসের ওয়েবসাইটে প্রবেশ করে এটি ডাউনলোড করতে পারবেন।
https://abusufean.com/wp-content/uploads/2022/07/62de54e73f388048560157.pdf