ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষ কে আমার আরও একটি লেখা প্রকাশিত করার জন্য।
খোদা তুমি-ই মেহেরবানী
হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান
যেন অপূর্ব দেশ-টাকে দেখছি আমি,
যেন সুন্দর পৃথিবী টা-রঙিন বাণী।
খোদা তুমি করুণাময়-
সবি-ই দেয়া তোমার জানি।
নিষ্ঠুর মনকে বুঝাতে কেমন?
বুঝাতে চলে যায় সারাটা জীবন।
তবুও তোমায় ভুলিনি খোদা-
সেই-তো তোমার মেহেরবানি।
সদা সময় যখন চলতে থাকি,
আল্লাহু আকবার বলে তোমায় ডাকি
তুমি ছাড়া নেই কোন পথ-
তাইতো আমি তোমার প্রেমি।
★প্রকাশিত হল দূতাবাস বুলেটিনের ৪র্থ সংখ্যা
বরাবরের মতো পিডিএফ ভার্শনে প্রকাশিত এ সংখ্যায় থাকছে জাতীয় পর্যায়ের ও দূতাবাসের খবর, প্রবাসীদের লেখা প্রবন্ধ, গল্প ও কবিতা।
সরাসরি ডাউনলোড করার লিংক নিম্নে যুক্ত করা হলো। আপনার মোবাইল সেটে এ লিংক সঠিকভাবে কাজ না করলে আপনারা দূতাবাসের ওয়েবসাইটে প্রবেশ করে এটি ডাউনলোড করতে পারবেন