Breaking News

অডিও এডিটের সময় বাজনা ব্যবহার করা হারাম।

প্রশ্ন:

ইসলামী সঙ্গীত এডিট করার সময় এক ধরণের instrument তথা বাজনা দিয়ে তাল ঠিক রেখে রেখে অডিওর কাজ করা হয়। এটা জায়েয কি না?

উত্তর:
যেকোনো অডিও এডিট করার সময় instrument তথা বাজনা ব্যবহার করা কবীরা গুনাহ। কারণ বাজনা ইসলামে হারাম করা হয়েছে। হাদিস শরীফে এসেছে,

عن أبي أمامة الباهلي قال قال رسول الله صلي الله عليه وسلم إنَّ اللهَ بَعَثَني رَحمةً للعالمينَ وهُدًى للعالمينَ وأمَرَني ربِّي بمَحقِ المَعازفِ والمَزاميرِ والأَوْثانِ والصُّلُبِ وأمْرِ الجاهليَّةِ

অর্থাৎ আবু উমামা বাহিলী রাঃ থেকে বর্ণিত তিনি বলেন নবী সঃ বলেছেন যে,মহান আল্লাহ আমাকে বিশ্ববাসির জন্য রহমত এবং পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছেন এবং আমাকে আদেশ করেছেন যেন আমি বাদ্যযন্ত্র এবং মূর্তি,ক্রুশ এবং জাহিলী যুগের কর্ম ধংশ করে দিই।
সূত্রঃ মুসনাদে আহমাদ হাদিস-২২৩০৭ তয়ালিসি হাদিস-১২৩০ তবরানী হাদিস-৭৮০৩

অন্য হাদিসে এসেছে-

عن سهل بن سعد الساعدي قال قال رسول الله صلي الله عليه وسلم سيكونُ في آخرِ الزَّمانِ خسفٌ وقذفٌ ومسخٌ قيل ومتى ذلك يا رسولَ اللهِ قال إذا ظهَرَتِ المعازفُ والقَيْناتُ واستُحِلَّتِ الخمرُ

অর্থাত নবী সঃ বলেন অদূর ভবিষ্যতে শেষ যামানায় মানুষের চেহারা বিকৃতি,ভূমিধ্বস হবে।
সাহাবা রাঃ বললেন হে রাসুল সঃ সেটা কখন হবে? নবি সঃ বললেন যখন বাদ্যযন্ত্র এবং নর্তকী বেশি বেড়ে যাবে এবং মদকে হালাল মনে করা হবে।
সূত্রঃ মাজমাউয যাওয়ায়েদ খঃ৮ পৃঃ১৩

সুতরাং বাজনা দিয়ে তাল ঠিক রেখে এডিট করা জিনিষ শুধু ইসলামী সংগীত কেন পবিত্র কুরআনের তিলাওয়াতও যদি এডিট করা হয়, সেটাও হারাম।

About H.M.Abu Sufean

Check Also

হাদিস পড়ুন আমল করুন

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *