Breaking News

H.M.Abu Sufean

হাদিস পড়ুন আমল করুন

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ ـ وَكَانُوا تُجَّارًا بِالشَّأْمِ ـ فِي الْمُدَّةِ الَّتِي …

Read More »

হাদিস থেকে

وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ. مُحَمَّدُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ الْغَسَّانِيُّ عَنْ هِشَامٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ مَا تُشِيرُونَ عَلَيَّ فِي قَوْمٍ يَسُبُّونَ أَهْلِي مَا عَلِمْتُ عَلَيْهِمْ مِنْ سُوءٍ قَطُّ وَعَنْ عُرْوَةَ قَالَ …

Read More »

আল্লাহ রাব্বুলআলামিন মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন।

আল্লাহ রাব্বুলআলামিন মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত সালাত অধ্যয়নের জন্য রয়েছে আল্লাহ প্রদত্ত  নির্ধারিত সময়সূচী।আধূনিক জ্ঞান বিজ্ঞান  নামাজের সময়সূচী বিশ্লেষন করে বিস্ময়কর  ফলাফল প্রত্যক্ষ করেছে। সুবহ সাদেক থেকে শুরু করে রাত পর্যন্ত নির্দৃষ্ট সময় পর পর নামাযের যে সময়সূচী ফরয করা হয়েছে তা বিজ্ঞানের …

Read More »

জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করুন শুধু নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে। জেনে নিন কীভাবে

প্রতিটি মানুষেরই মনোবাসনা থাকে কিছু। মনোবিজ্ঞানীরা বলছেন, সেই বাসনা পূরণের ক্ষেত্রে আমাদের অবচেতন মন একটা বিশেষ ভূমিকা পালন করেন। কোনও পরিস্থিতিকে আমরা কীভাবে সামলাবো, এবং কীভাবে কাজ করব সেই পরিস্থিতিতে, তার ৯৫ শতাংশ স্থির করে দেয় আমাদের অবচেতন মন। প্রতিটি মানুষেরই মনোবাসনা থাকে কিছু। মনোবিজ্ঞানীরা বলছেন, সেই বাসনা পূরণের ক্ষেত্রে …

Read More »

বড়লোক হতে চান ? মেনে চলুন এই ১০টি উপায়।( H.M.Abu Sufean Chowry)

সাধারণ জীবনযাপন থেকে আমরা সবাই বড়লোক হতে চাই। কিন্তু ইচ্ছা থাকলেই তো আর হয় না, কিছু উপায় করতে হয়। জেনে নিন বড়লোক হওয়ার দশ উপায়– ১০) আগে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান– আগে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান। মানে ব্যবসার মাধ্যমে নাকি চাকরি করে। বড়লোক মানে …

Read More »

★কক্সবাজার ভ্রমন বিস্ময়কর ঘটনা★ তাঃ-০৭/০২/১৯ ইং

★কক্সবাজার ভ্রমন বিস্ময়কর ঘটনা★ তাঃ-০৭/০২/১৯  আমারা পাঁচজন বন্ধু মিলে বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের নাম হচ্ছে -ইকবাল,সাইফুল, নাঈম,মাহমুদ, সাথে ছিলাম আমি আবু সুফিয়ান। যাই হোক কিন্তু তখন আমার কক্সবাজার গভ্রমনটি ছিল ২য় বার। আগে একবার দুইবছর আগে গিয়ে ছিলাম। এখনো না যাওয়ায় ইচ্ছে ছিল। তারপর প্রেন্ড ইকবাল যখন …

Read More »

আমার অকাল্পনিক কাহিনী।

আমার অকাল্পনিক কাহিনী। আল্লাহর রহমতে অনেক সুখের মধ্য দিয়ে লেখা পড়া করতেছিলাম তার মধ্যে পারিবারিক চাঁপও ছিল। কিন্তু যখন কুরআন হেফজ করে বাহির হলাম। তখন দেখলাম আমি যদি শুধু লেখা পড়া নিয়ে পড়ে থাকি আমার লেখা পড়ার খরচ কে চালাবে আর পরিবারের খরচ কে চালাবে। তা চিন্তা করে টিউশনি করতে …

Read More »

মহিলাদের ই’তিকাফ বৈধ।

  عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ‏.‏ অর্থ; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের …

Read More »

ইতিকাফের ফযিলত

عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সূত্র: ফয়জুল ক্বাদীর হাদিস: ৮৪৮০ عن الحسين بن علي رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين অর্থ: “রমযানে দশদিন …

Read More »

জোহরের পূর্বের চার রাকাত সুন্নাত না পড়তে পারলে কখন পড়বে?

যোহরের ফরজ চার রাকাত নামাজের আগে চার রাকাত সুন্নাত নামাজ রয়েছে। যার নিয়ম হহলো, ফরজের আগেই পড়ে নেয়া। হাদিসে এসেছে, عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا …

Read More »