Breaking News

আমার আরও একটি লেখা (৩য় বার) কবিতার পাতায় (দুঃখ বুঝার কেহ্ নেই)

ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষ কে আমার আরও একটি লেখা ৩য় বার প্রকাশিত করার জন্য।

দুঃখ বুঝার কেহ্ নেই

হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান

ভাগ্য যখন আমার ছিল – তখন আমি পথ হারাই,

সে-ই পথে এসে দেখি আগের মানুষ এখন নাই।

সে-ই মানুষ গুলোর হবে দেখা আমি ছিলাম সেই আশায়,

আগের মানুষ গুলোর মত মানুষ – এখন পাওয়া বড় দায়।

হয়তো এখন আমি আছি – কাল হয়তো আমি নাই,

এক এক করে এই নিয়মে আপন মানুষ হারিয়ে যায়।

দুঃখ কষ্ট সবি রেখে এই দুঃখ কারে বুঝাই,

সব মানুষ তো গেল চলে দুঃখ বুঝার কেহ নাই।

তাইতো আমি সব কথা গানে গানে বলে যাই। –

★প্রকাশিত হল দূতাবাস বুলেটিনের ৫ম সংখ্যা

বরাবরের মতো পিডিএফ ভার্শনে প্রকাশিত এ সংখ্যায় থাকছে জাতীয় পর্যায়ের ও দূতাবাসের খবর, প্রবাসীদের লেখা প্রবন্ধ, গল্প ও কবিতা।

সরাসরি ডাউনলোড করার লিংক নিম্নে যুক্ত করা হলো। আপনার মোবাইল সেটে এ লিংক সঠিকভাবে কাজ না করলে আপনারা দূতাবাসের ওয়েবসাইটে প্রবেশ করে এটি ডাউনলোড করতে পারবেন

সরাসরি লিঙ্ক
https://online.fliphtml5.com/vzpny/zxrh/#p=1

Databash Bulletin দুতাবাস বুলেটিন

 

About H.M.Abu Sufean

Check Also

ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণরূপে নাজায়িয, হারাম ও কুফরী

★”””ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণরূপে নাজায়িয, হারাম ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *